আদ্যিকালের বাজার দর ॥ প্রথম পর্ব॥ তুষারমুখার্জী



সব সময় গুরুগম্ভীর ইতিহাস পড়লে মাথা ঠান্ডা রাখা কঠিন। মাঝে মধ্যে একটু হাল্কা কথাও আলোচনায় থাকা দরকার। বাজারে জিনিষের দাম হৈহৈ করে বাড়ছে। এই সময়ে অন্য দেশের বাজারদর জানলে নিজেদের অবস্থা একটু বোঝা সহজ হত। তবে ইতিহাসের গ্রুপে আধুনিক কালের দাম নিয়ে ঘাঁটাঘাঁটি না করে বরং একেবারে আদ্যিকালের জিনিষ পত্রের দাম নিয়ে আলোচনাটাই মানানসই হবে।

আদ্দিকাল বলতে বোঝাতে চাইছি আজ থেকে তিন চার হাজার বৎসর আগের বাজার দর। তেমন বাজারদরের বিশ্বাসযোগ্য তালিকাও আছে।

আমাদের সৌভাগ্য যে মেসোপটেমিয়াতে সব কিছু লেখা হত। সেখান থেকেই জোগাড় হল তাদের বাজারদর। পাওয়া গেল তাদের লিখিত আইনে। একেবারে আইনকরে দাম বেঁধে দেওয়া। এখনকারমত ফ্রী মার্কেট, মানে যার যা খুশী দাম নেওয়া নয়, একেবারে দেশের রাজার লিখিত আইন। 

আইনের কথা বলতে হয় স্কুলে পড়া হাম্মুরাবির আইনের (মাত্র দশটি আইন নয়, ২৮২টি আইন) অনেক আগে থেকেই মেসোপটেমিয়াতে লিখিত আইন চালু ছিল। আইন মোতাবেক বিচার ব্যবস্থাও ছিল।

এখানে যে সব বাজার দরের কথা বলা হবে তার মধ্যে অনেকগুলোই জরিমানা দেবার কথা থাকবে।
সব আইন এখানে আলোচনা হবে না। কারন তাদের লম্বা ইতিহাসে বহুবার আইনের বদল হয়েছে। সমাজের সাথে তাল মিলিয়ে আইনের জটিলতা বেড়েছে। শাসক সম্প্রদায়ের চরিত্রের প্রতিফলন পড়েছে তাদের প্রণীত আইনে। আর তার থেকেই আমরা সুমেরদের সমাজের বদল তথা গোটা মানবজাতির মনোজগতের বিবর্তনের এক বিশ্বাসযোগ্য চেহারা দেখতে পাবো। কারন বর্তমানের অনেক আইন বা সমাজের প্রচলিত আচার আচরনে তার ছাপ বেশ পরিস্কার ভাবে বোঝা যায়।

আপাতত আজ বাজারদর, ও সামান্য কয়েকটি জরিমানার হার। তবে বাজারদর বা জরিমানা বেঁধে দেবার আগে দরকার বাঁধা মাপজোক। হরপ্পা সভ্যতায় একেবারে গুছিয়ে তৈরী হয়েছিল এই মাপ আর ওজনের বিষয়টা।

কিন্তু সুমেররা অন্য ব্যাপারে যতই দক্ষ হোক তাদের ছোট ছোট রাজ্য থাকায় তারা গোটা মেসোপটেমিয়া জুড়ে এক মাপ এক ওজন চালু করতে পারে নি। এর পরিবর্তন এলো আক্কাদ সম্রাট সারগনের হাত ধরে। 
সারগন যেহেতু গোটা মেসোপটেমিয়ার শাসক তাই তিনি তাঁর গোটা সাম্রাজ্যেই এক ওজন এক মাপ পদ্ধতি চালু করে দিয়েছিলেন। আমাদের মুশকিল হল এই মাপ আর ওজনের লিখিত একক পাচ্ছি বটে কিন্তু এখনকার মাপের সাথে তুলনামুলক ভাবে সেটা ঠিক কতটা তা সঠিক বোঝা কঠিন।
আপাতত বিজ্ঞানীরা অনেক ঘেঁটে যা বের করেছেন তা এই রকমঃ-

॥ওজন॥
এক দানা- বার্লির একটি দানা(ধরে নেওয়া হয়েছে)।
১ সেকেল- ১৮০ দানা
১ মিনা- ৬০ সেকেল
১ টেলেন্ট-৬০ মিনা
এবার ১ সেকেল- ৮.১ থেকে ৮.৬গ্রাম
তাহলে ১মিনা- ৪৮৬ থেকে ৫১৬ গ্রাম
এই ১ মিনার ওজন নিয়ে সব বিজ্ঞানী একমত নন। 
Viedebantt মতে,  ১ মিনা = ৫০২ গ্রাম
Belaiew  মতে  ১ মিনা =  ৫০২.২ গ্রাম
Thureau-Dangin মতে ১ মিনা = ৫০৫ গ্রাম
বৃটিশ মিউজিয়ামের মতে ১ মিনা = ৫০৫ গ্রাম
ওজন- ( ব্র্যাকেটে আক্কাদ শব্দ)
১ (biltu) ট্যালেন্ট (আন্দাজ ত্রিশ কিলো) =60 মিনা 
১ (ma-na) মিনা (৫০০ গ্রাম) ) =৬০(shekel)সেকেল
(হিট্টাইটদের ১ মিনা=৪০(shekel)সেকেল )
১ (Siqlu)shekel সেকেল (৮.৩৩ গ্রাম) =১৮০বার্লিদানা
১ (ut tetu)বার্লিদানা ০.০৪৬ গ্রাম
॥ধারণ ক্ষমতা॥
১ Kurru কুর ৩০০ লিটার =৫ বারিগা (bariga)
১ panu বারিগা ৬০ লিটার=৬ সিয়াহস(Seahs) 
১ (sutu ) Seahs  ১০ লিটার=১০ সিলা (নিওব্যাবিলন-সিয়াহস=৬ সিলা)
১ (qa) "sila"=৬০ সেকেল (shekel)
(ভারতে ১ গ্রাম রূপার দাম ৬ নভেম্বরে ২০২০ ৬৪.৫০ টাকা
অতএব ৮.৪গ্রাম (এক সেকেল) রুপার দাম হবে ৫৪১.৮০ টাকা) 
॥আয়তন॥
১ buru (bùr) "bur" ৬৪,৮০০ বর্গ মিটার=৬.৫ হেক্টর) = 18 "ikus" 
১ ika (iku) "iku" ৩৬০০ বর্গ মিটার বা ০.৩৬ হেক্টর = 100 "sars"
১ musaru (sar) "sar" ৩৬ বর্গ মিটার ০.০০৩৬ হেক্টর 
॥দৈর্ঘ্য॥
১ nindanu (ninda) নিন্দা ৬ মিটার = ১২ কিউবিটস 
(নিউ ব্যবিলনিয় মাপে ১ নিন্দা= ৪ কিউবিটস 
১ qana (gi) "reed" খাগড়া ৩ মিটার = ৬ কিউবিটস
 [Neo-Babylonian "reed" = ৭ কিউবিটস
১ ammatu (kùs) কিউবিটস ৫০ সেন্টিমিটার = ৩০ আঙুল 
(Neo-Babylonian ১ কিউবিটস ২৪ আঙুল)
১ ubanu (su-si) "finger"আঙুল ১.৬৬ সেন্টিমিটার) = ৬ বার্লিদানা 
1 u.t.tetu (se) "barleycorn" বার্লিদানা ২.৮ মিলিমিটার।

বাজারদর বা জরিমানার হার বোঝার জন্য সবার আগে আমাদের মাথায় রাখতে হবে মেসোপটেমিয়া কৃষি প্রধান নয় কৃষি সর্বস্ব দেশ ছিল। ফসল ছাড়া সবই বাইরে থেকে আমদানি করতে হত। কাজেই যা কিছু দরদাম সবার গোড়ায় থাকতে হবে ফসলের দাম। তখনকার দাম তখনকার মানুষের জীবনযাত্রার নিরিখে কতটা তা বোঝা কঠিন। পারচেজিং পাওয়ার প্যারিটি বলে একটি সংজ্ঞা আছে বইকি। কিন্তু সেটা কঠিন অঙ্ক। আমার আয়ত্বের বাইরে তাই আমি একটি বিচিত্র পদ্ধতি নিলাম। 

ধরা যাক আমরা টাইম ট্র্যাভেল করছি। তখন বিনিময় মুদ্রা ছিল রূপা আর শেষের দিকে সীসা। আমরা এখনকার দরে রূপা ও সীসা কিনে চার হাজার বৎসর আগের জগতে ঢুঁ মারব। 

একদম শুরুর ফসলের দাম জানতে পারি নি। প্রথম ফসলের দাম জানা গেল ১৭৭০ সাধারণ পূর্বাব্দে। তখন এক কেজি বার্লির দাম, টাইম ট্র্যাভেলের কল্যাণে হিসেব করলে, ছিল প্রায় ৯পয়সা।

॥২১০০ সাধারন পূর্বাব্দ॥
রাজা উর-নাম্মা (সুমের তৃতীয় রাজবংশ)
রাজা নিয়ম করে দিলেন উর শহরের মন্দিরে প্রতিমাসে তাঁর  তরফ থেকে নৈবেদ্য জমা পড়বেঃ- 
২১,৬০০ সিলা বার্লি, ৩০টি ভেড়া ও ৩০ সিলা মাখন।
(প্রতি মাসে ২লক্ষ১৬হাজার কেজি বার্লি, ৩০০ কেজি মাখন, ৩০টি ভেড়া রাজার ব্যক্তিগত দান, তাঁর ইষ্টদেবের মন্দিরে। ছোট রাজ্যের ছোট রাজার ব্যক্তিগত দানের বহর এটা।) 

॥॥আইন নং৯॥॥ প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের জন্য ক্ষতিপুরন দিতে হবে ৬০ সেকেল রূপা।
(এখন ভারতে রূপা প্রতি গ্রাম ৬৪.৫টাকা। কাজেই ১ সেকেল ৮.৪ গ্রাম ধরলে প্রতি সেকেল রূপা ৫৪১.৮ টাকা। তাহলে ক্ষতিপূরণের জন্য দিতে হবে ৩২,৫০৮ টাকা। ৪১০০ বৎসর আগে, অত টাকা দিতে হবে ভেবেই পারতপক্ষে ডিভোর্স দেবার কথা হয়ত কেউ ভাবতেই সাহস পেতো না। তবু কেউ কেউ নিশ্চয় বিচ্ছেদ নিত। এবং তারা ৩২হাজার টাকা ক্ষতিপূরণও দিত। এবার ভাবুন তাদের আর্থিক সমৃদ্ধির কথা।)

॥॥আইন নং১৯॥॥ -কারুর হাড় ভেঙ্গে দিলে জরিমানা ৬০ সেকেল রূপা। 
(ভাবুন মারপিট করে কারুর একখানা হাড় ভাঙ্গলেও ৩২,৫০৮ টাকা ক্ষতিপূরন। সেই ভয়েই কেউ তেমন মারপিট করবে না। সবাই মুখ থাকতে হাত কেন পদ্ধতি মেনে চলবে। শহরে শান্তি বজায় থাকবে। কিন্তু তেমন হলে ক্ষতি পুরণ তো দিতেই হত। অর্থাৎ চার হাজার বৎসর আগের সাধারন লোকের স্রেফ মারামারি করে ৩২ হাজার টাকা জরিমানা দেবার মতও আর্থিক ক্ষমতা ছিল।)

॥॥আইন নং২০॥॥ -কারুর নাক কেটে ফেললে জরিমানা ৪০ সেকেল রূপা। (২১,৬৩২টাকা)
॥॥আইন নং২২ ॥॥-কারুর দাঁত ফেলে দিলে জরিমানা ১০ সেকেল রূপা।(৫৪১৮ টাকা)
(হাড় ভাঙ্গা বা নাক কাটার তুলনায় দাঁত ফেলে দেওয়া তুলনায় সস্তা।)
॥॥আইন নং২৮॥॥ -আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে জরিমানা ১৫ সেকেল রূপা।
(আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে জরিমানা তুলনায় কমের দিকেই মাত্র ৮,১২৭ টাকা।)
॥॥আইন নং৩১ ॥॥-জল ঢুকিয়ে অন্যের খেতের ফসল নষ্ট করলে প্রতি ১০০ সার্স জমির জন্য ৭২০সিলা ফসল জরিমানা দিতে হবে।
(এই আইন থেকে জানা গেল ১ সার্স বা ৩৬ বর্গ মিটার জমিতে ২৭ সিলা ফসল ফলে। ১ বর্গ মিটারে ২.৭ সিলা বা ২৭ কেজি ফসল। প্রতি বর্গ মিটারে ২৭ কেজি ফসল। আজ থেকে ৪১০০ বৎসর আগে। ফলে চাষীদের পক্ষে ঐ রকম অস্বাভাবিক হারে জরিমানা দেওয়া বোধহয় খুব একটা অসম্ভব ছিলো না।)


রাজা লিপিত-ইশতারের আইন (সাধারন পূর্বাব্দ ১৯৩০, সুমের শহর-ঈশিন)
লিপিত ইশতারের সময়ে আইনগুলো আরো বিশদে লেখা হয়েছে। আর আইনগুলো মুলত পারিবারিক বৈবাহিক উত্তরাধিকার সমস্যা নিয়েই বেশি লেখা। ফলে জরিমানার চেয়ে সমস্যার একটা নীতিগত সমাধান বেশি গুরুত্ব পেয়েছে। এই পারিবারিক-বৈবাহিক-উত্তরাধিকার বিষয়ে মেসোপটেমিয়ার আইন প্রচুর। 
আপাতত শুধু জরিমানা।
॥॥আইন LL_a:॥॥ দুই বৎসরের ষাঁড়ের ভাড়া ২৪০০ সিলা (২৪০০০ কেজি) বার্লি।
(এই আইন বলছে চাষের মরসুমে ষাঁড় ভাড়ায় পাওয়া যেত, এবং হয়ত কিছু লোকের জীবিকাই ছিল ষাঁড় পোষা ও ভাড়া দেওয়া। কারন এমনিতে কেউ একবারে দুই বৎসরের জন্য ভাড়া দেবে না। আর এক বৎসরের জন্য ভাড়া দেবার বা নেবার প্রথা তখন ছিলো না।)
॥॥আইন LL_d:॥॥ আঘাত করে কারুর মেয়ের গর্ভপাত ঘটালে জরিমনা ৩০ সেকেল রূপা। (১৬,২৫৪টাকা)
॥॥আইন LL_e:॥॥ যদি মেয়েটির মৃত্যু হয়, তবে আঘাতকারীর মৃত্যদন্ড হবে।
॥॥আইন LL_f:॥॥ আঘাতের দরুন কোন দাসীর গর্ভপাত হলে জরিমানা ৫ সেকেল রূপা। (২,৭০৯ টাকা) 
॥আইন LL_12:॥ পলাতক দাস দাসীকে আশ্রয় দিলে ক্ষতিপূরণ হিসাবে দাস বা দাসী দিতে হবে।
॥আইন LL_13:॥ ক্ষতিপূরণ দেবার মত দাস দাসী না থাকলে ১৫সেকেল রূপা জরিমানা দেবে। (৮,১২৭ টাকা)
কাজেই ধরে নিতে পারি প্রতি দাসের দাম ছিল গড়ে ৮ হাজার টাকা। 
-------------
নীচের আইনগুলোর প্রণেতার নাম অজানা। সময় ধরা হয়েছে ২০৫০থেকে ১৮০০ সাধারন পূর্বাব্দ। এই আইন লেখা লিপিগুলোর বেশির ভাগই পুরো পাঠোদ্ধারও করা যায় নি।

॥॥আইন LX_m॥॥  ৩০০ সিলা শষ্য সুদে ধার দিলে সুদ হবে বছরে ১০০ সিলা। (বা ৩৩%)
এই আইন থেকে আমরা জানতে পারি চার হাজার বৎসর আগে ধার দিয়ে সুদ নেবার প্রথা চালু হয়ে গেছে। আর ৩৩% হারে সুদ মোটামুটি চড়া হারেই সুদ। 
এস্নুআন্নার আইন। রাজা দাদুসা। সময় ১৭৭০ সাধারন পূর্বাব্দ।
এখানেই প্রথম দেখা যায় রাজার নির্ধারিত বাজার দর।
॥॥আইন LE_1॥॥   ৬০০ সিলা বার্লির দাম ১ সেকেল রূপা। বা ৬০০০ কেজি বার্লির দাম ৫৪১.৮টাকা। বার্লির দর প্রতি কেজি মাত্র ৯ পয়সা।  
॥ ৩০ লিটার ভালো জাতের ভোজ্যতেলের দাম- ১ সেকেল রূপা 
বা প্রতি লিটার ভোজ্যতেলের দাম এখনকার অর্থমুল্যে ১৮.০৬ টাকা। তার মানে তেলের দাম বেশিই ছিল। 
॥ ১৫ সিলা লার্ড এর দাম ১ সেকেল রূপা
অর্থাৎ প্রতি লিটার লার্ড ৩৬.১২ টাকা। রীতিমত দুর্মূল্য। 
॥ ৪০ সিলা বিটুমেন ১ সেকেল রূপা.
অর্থাৎ প্রতি লিটার বিটুমেন ১৩.৫৫ টাকা। 
বিটুমিন মাটির তলা থেকে এমনিই বের হয়ে আসত। শুধু তুলে নিয়ে বিক্রী করা। অবশ্য গরুর গাড়ীতে পরিবহনের খরচ লাগত।তবুও বলতেই হবে বেশ দামী ছিল।
॥৩৬০ সেকেল উলের দাম ১সেকেল রুপা। 
অর্থাৎ প্রতি গ্রাম উলের দাম পড়বে ১৮ পয়সা। এখন আমাদের উলের দাম কত আমার জানা নেই তবে মনে রাখতে হবে সুমেরদের পোষাক তৈরীর একমাত্র উপাদান ছিল উল। মেসোপটেমিয়ায় তুলা হত না। সম্ভবত হরপ্পা সভ্যতা থেকে আমদানী করত। সেক্ষেত্রে তার দাম অনেক বেশি হবেই। মেসোপটেমিয়ার সমসাময়িক ছবি থেকে বোঝা যায় পুরুষরা সারাদিন কোমরে একটুকরো ছোট কাপড় পরে থাকত। ধনীদের সাজপোষাকের বহর ভালই ছিল। তবে সম্ভবত সেগুলো উৎসবের পোষাক। 
॥৬০০ সিলা লবণ দাম ১সেকেল রূপা। 
হিসেব করলে দাঁড়াবে প্রতি কেজি ৯ পয়সা। খাদ্যশষ্য আর লবনের দাম সমান হলে বলতেই হয়, লবন বেশ দামি ছিল।
॥৩০০ সিলা পটাশ দাম এক সেকেল রুপা। 
পটাশ কোন কাজে লাগতো? জমির সার? প্রতি কেজি পটাশের দাম ২৪পয়সা। আমদানি করা জিনিষ দাম বেশি হবেই।
॥১৮০ সেকেল তামার দাম ১ সেকেল রূপা। 
৪০ পয়সা তামার কেজি। প্রচন্ড সস্তা। 
বিশেয করে যখন ভাবা যায় তামা তারা পুরোটাই আমদানি করত। (ভারতে এখন তামার দাম প্রতি কেজি ৫২৬টাকা।বা একগ্রাম রুপার সমান এক কেজি তামা।আর তাদের ছিল এক গ্রাম রূপায় ১৮ কেজি তামা।)

॥॥আইন LE_3॥॥ সারাদিনের জন্য একটি গরুর গাড়ি ভাড়া, ষাঁড় আর গাড়োয়ান সহ ১০০ সিলা বার্লি আর রূপায় ভাড়া দিলে ১/৩ সেকেল রূপা।
( খাদ্য শষ্যের দামে ভাড়া ৩৫হাজার টাকা, অথচ রৌপ্য মূল্য দাঁড়াল ১৮০ টাকা।)
॥আইন LE_4॥  ৬০০ সিলা (৬০০০কেজি) বহনক্ষম নৌকার নাবিক সহ সারাদিনের ভাড়া ২০০ কেজি বার্লি।
॥আইন LE_9A॥  সারাদিনের জন্য কাস্তের ভাড়া – ১৫০ কেজি বার্লি।
অত বার্লি এক দিনে মাঠ থেকে কেটে তুলতে পারবে?
॥আইন LE_10॥  সারাদিনের জন্য গাধার ভাড়া – ১০০ কেজি বার্লি। (এখনকার চালের দামে ধরলে দাঁড়াবে ৩৫০০ টাকা। অভাবনীয় রকমের বেশি)। 
॥আইন LE_11॥  একমাসের জন্য মজদুরের মজুরী ১ সেকেল রূপা ও ৬০০ কেজি বার্লি। (এখনকার চালের হিসাবে ২১ হাজার টাকা। রূপার হিসাবে ৫৪১.৮ টাকা।)
॥আইন LE_16॥ বাবার সম্পত্তির অধিকারী বলে ঘোষিত (লিখিত ভাবে) না  হলে বা কোন দাস-দাসীর মালিক না হলে ধার পাওয়া যাবে না। 
॥আইন LE_18॥॥  ১ সেকেল রূপার সুদ হবে ২০% হারে।
৩০০ সিলা বার্লি ধার নিলে সুদ হবে ১০০ সিলা বার্লি (৩৩%)
-------------------------------
হাম্মুরাবির আইন। ব্যবিলন ১৭৫০ সাধারন পূর্বাব্দ।
হাম্মুরাবির আইন বিখ্যাত। এই ২৮২টি সুলিখিত আইন মুলত আগেকার সুমের আইন থেকে নেওয়া। কিন্তু অনেক বিশদে ঘটনাবলীর কথা বলা আছে, যাতে বিচারক অপেক্ষাকৃত সহজে সিদ্ধান্তে আসতে পারেন। আইনগুলোর শুরুতে ও পরে হাম্মুরাবির আইনপ্রনয়নের বিষযে ধ্যান ধারনার কথা বলা আছে। এবং সেই অংশটাও গভীর মনোযোগের দাবী রাখে।

তবে সুমের আইনে যেমন কত জরিমানা দিতে হবে ইত্যাদি বলা আছে হাম্মুরাবি তেমন কিছু বলেন নি। তিনি শুধু কোন অবস্থায় কে অপরাধী তা ঠিক করাতেই মনোযোগ দিয়েছেন।

যেখানে শাস্তির কথা বলা হয়েছে সেখানে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুদন্ডের কথা বলা হয়েছে। বিচারকরা অন্য বিষয়ে শাস্তি ঠিক করার ও তার প্রয়োগের অধিকারী হলেও মৃত্যদন্ড প্রায় সব সময়ই রাজার অনুমত্যানুসারে হত।

॥॥ আইন ----॥॥  ১ সেকেল রূপার সুদ হবে ২০% হারে। 
৩০০ সিলা বার্লি ধার নিলে সুদ হবে ১০০ সিলা বার্লি (৩৩%)
(আগেকার সুমের রাজার আমলের সুদের হার বজায় থাকল। এই ৩৩% সুদ কিন্তু ২০০০ সাধারণ পূর্বাব্দ থেকেই অপরিবর্তিত। আমাদের এখনকার ব্যাঙ্কের মত প্রতি তিন মাসে বদলে যায়নি।) 
॥॥আইন 239॥॥ এক বছরের জন্য নৌকা ভাড়া ১৮০০ সিলা শষ্য।(১সিলা দশ কেজি) 
॥॥আইন 257॥॥  এক জন মজুরের এক বৎসরের মজুরী ২৪০০ সিলা শষ্য।(১সিলা দশ কেজি)মাত্র কুড়ি বৎসর আগে তা ছিল ৬০০ সিলা। তার মানে দাঁড়াল কুড়ি বৎসরে রাজার বদলে মজুরীর হার চারগুন হয়ে গেল।
॥॥আইন 258॥॥ এক জন গাড়োয়ানের এক বৎসরের মজুরী ১৮০০ সিলা শষ্য।(১সিলা দশ কেজি) 
॥॥আইন 261॥॥ এক জন রাখালের এক বৎসরের মজুরী ২৪০০ সিলা শষ্য।(১সিলা দশ কেজি)
॥॥আইন 261॥॥ সারাদিনের জন্য গরু আর গাড়োয়ান সহ গরু গাড়ির ভাড়া ১৮০ সিলা শষ্য। (১সিলা দশ কেজি)কুড়িবৎসর আগে এই ভাড়া ছিল ১০০সিলা শষ্য। মজুরদের হার চারগুন বাড়লেও গাড়ি ভাড়া বাড়ল দ্বিগুনের চেয়েও কম।
অনেক লম্বা হয়ে গেল। এইপর্ব এখানেই থামালাম। বাজারদরের পরের পর্বে থাকবে হিট্টাইট আইন ১৬৫০ থেকে ১৫০০ সাধারণ পূর্বাব্দ) মধ্য আসিরীয় আইন (১০৭৬ সাধারণ পূর্বাব্দ) নিউ ব্যবিলিয়ান আইন (৭০০ সাধারন পূর্বাব্দ) ।

তথ্যসুত্রঃ-
১. Law Collections from Mesopotamia and Asia Minor_  by T. Roth. (1995)
2. Misc Other minor sources.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ