আমাদের কথা

আমাদের কথা

এক অনন্য তরী: দুই বাংলার মুক্তচিন্তার মিলনমেলা

লিটলম্যাগ (Littlemag.org) কেবল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, এটি দুই বাংলা এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বাঙালিদের মুক্তচিন্তা, মেধা ও মননের এক সমবায়। বর্তমানের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন মূলধারার সংবাদমাধ্যম অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ, তখন আমরা বিশ্বাস করি— প্রতিটি মানুষের নিজস্ব একটি গল্প, একটি দৃষ্টিভঙ্গি এবং একটি দর্শন থাকে। সেই অপ্রকাশিত কথাগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের এই উদ্যোগের মূল ভিত্তি হলো 'যুক্তিবাদ' এবং 'সৃজনশীলতা'। আমরা মনে করি, দুই বাংলার বাঙালিদের মধ্যে নতুনত্বের চর্চা এবং বিশ্লেষণধর্মী লেখার অভ্যাস গড়ে তোলা জরুরি। আমাদের লক্ষ্য—

  • মুক্তচিন্তার বিকাশ: সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, রাজনীতি এবং সমসাময়িক বিশ্ব নিয়ে গঠনমূলক আলোচনার ক্ষেত্র তৈরি করা।
  • নতুন লেখক সৃষ্টি: নতুন যারা লিখছেন তাদের জন্য একটি সহজ ও সাবলীল প্ল্যাটফর্ম প্রদান করা, যাতে তাদের ভাবনাগুলো সবার কাছে পৌঁছে যায়।
  • ঐতিহাসিক ও সাংস্কৃতিক পুনর্মূল্যায়ন: বাঙালি সংস্কৃতি এবং এর সমৃদ্ধ ইতিহাসকে বর্তমান প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরা।

আমরা কী নিয়ে কাজ করি?

সাহিত্য থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান— আমাদের বিচরণ সর্বত্র। আমাদের পোর্টালে আপনি পাবেন বিশ্লেষণাত্মক প্রবন্ধ, গল্প, কবিতা, ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ এবং সমাজনীতি ও রাজনীতির গভীর ব্যবচ্ছেদ। এমনকি ফটোগ্রাফি বা শিল্পকর্মের মাধ্যমেও আপনি আপনার সৃজনশীলতা প্রকাশ করতে পারেন।

আমাদের প্রতিশ্রুতি

আমরা কোনো বিশেষ জাতি, ধর্ম বা বর্ণের সীমানায় আবদ্ধ নই। আমাদের মূলমন্ত্র হলো "মানবতা"। আমরা বিশ্বাস করি, মানুষের পরিচয় তার কর্মে এবং তার উদার চিন্তায়। তাই লিটলম্যাগ-এর প্রতিটি লেখা ও ভাবনা যেন মানবিকতার জয়গান গায়, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আজ আমাদের একত্রিত হওয়া প্রয়োজন কেবল নিজের জন্য নয়, বরং বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তাগিদে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Tanujit Das বলেছেন…
অত্যন্ত ভালো এবং খুবই প্রয়োজনীয় উদ্যোগ।
Fowzul Azim বলেছেন…
আজই প্রথম দেখলাম। দারুণ লাগছে। এখন থেকে নিয়মিত নজরে থাকবে। সম্ভব হলে লিখবো।
X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from littlemag.in directly to your inbox.