Friday, 5 May 2017

কল্পনাই শ্রেয় || সঙ্গীতা

যে  মালা গাঁথার মাঝেই সুতো যায় ছিঁড়ে–
সে মালা হারিয়ে যায় হাজার ফুলের ভিড়ে।
তার চেয়ে অনেক ভালো বিনি সুতোর মালা,
এ মালায় থাকে নাকো গোলাপ কাঁটার জ্বালা।।

যে বাঁশি বাজার আগেই টুকরো হয় ভেঙে–
সে বাঁশি তোলে না সুর কোন প্রেমের ঢঙে।
তার চেয়ে মনের সুরেই প্রেমের গান ধরি,
এ সুরেই পাবো জানি প্রেমের মাধুরী।।

যে বাসা বাঁধার আগেই ভেঙে যায় ঝড়ে–
সে বাসায় যায় না থাকা ক্ষণিকের তরে।
তার চেয়ে বাঁধা ভালো বালুচরে বাসা,
খেলাঘর হয়ে থাক এই ভালোবাসা ।।

No comments:

প্রসঙ্গ : ওয়াহাবী বিদ্রোহ ।। শিবাশীষ বসু

তিতুমীর (ছবি সৌজন্যেঃ উইকিপিডিয়া ) তিতুমীর পরিচালিত 'ওয়াহাবী বিদ্রোহ' বঙ্গদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি বিশিষ্ট ঘটনা। ...