নারী!! নয় যে পসরা || শর্মিষ্ঠা সরকার

পাশবিক অত্যাচারে অভ্যস্থতা
বিপন্ন ও থিতিয়ে যাওয়া শরীরে বেঁচে থাকা,
গ্রাস করে জীবনের জটিলতা।

ক্ষতচিহ্নলাঞ্ছিতা মেয়েটির,
চারিদিকে গালির ফোয়ারা
থাকতে পারে না সে স্বাভাবিক ন্যায় সহবাসে,
বন্ধুহীন হয় সব কুশলীরা!                                                                                                              

নিজ সমাজেই নির্বাসিত
সে এখন বাজারী মেয়ে হয়ে রয়েছে আশ্রিত!

বিশুদ্ধ চিৎকারে হয়নি কোনো  রক্ষা  
তারে নিয়ে মানুষরূপী শয়তান করেছে উল্লাস,          
সম্ভ্রম সব  দিয়ে ঢাকা!                                                                                                            

সনির্বন্ধ ভালোবাসা আজ শুধুই বেদনা
সস্তার প্যাকেটে বন্দী  স্বপ্নহার সব কল্পনা।

শিকার সে অবিমৃষ্যকারি দলের নিষ্ঠুরতায়
চক্ষুকর্ণে খরতাপ,চায় না সে আর হতে ধর্ষিতা।

সমস্ত সত্ত্বায় নিরবধি তিক্ততা
শঙ্কিত পৃথিবীতে অস্বস্তির পেলবতা!

আত্মঘাতী বুকে কত বেদনা
নেই সে আর স্বাভাবিক উন্মনা।

অবিরাম খেলা করে মনে শব্দহীন কান্না
কামুকেরা তাকে নিয়ে করে মিলন খেলা,
যায় না তা আর মানা।

জীবনের বহ্নিতে থাকে শত্রুর মোকাবিলা
সত্তাতে থাকে উদগ্রীব সুকঠিন শপথ থাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

শ্যামল কৃষ্ণ চন্দ বলেছেন…
খুব ভাল লেখেছ শর্মিষ্ঠা।।এসব বন্ধে আমাদের আরও বেশি সচেতনতা ও আইনের যখাযখ প্রয়োগ এর ব্যাপারে উদ্যেগী হতে হবে।।