দেশের শান্তি সবার শান্তি || সর্নালী মন্ডল

কি দেখছ কি ভাবছো দেশে কি হচ্ছে ভাবছো, 
নাকি দেখে দেখো না জেগে সবাই ঘুমাচ্ছ। 

দেশজুড়ে চলছে খুন ধর্ষন লুটপাট রাহাজানি, 
সর্বভৌমত্বে দেশে চলছে  জাতি দাঙ্গার হানাহানি।

ধর্মের নামে অধর্মের কাজ কারবার দুর্নীতি, 
নতুন কল ফেঁদেছে এখন সম্প্রদায় মেরুকরণের রাজনীতি। 

চাই সবকিছু শেষ হোক শয়তানদের অবিচার, 
বিভেদ ভুলে শান্তি আসুক হোক দেশে ন্যায়বিচার। 

মন্দির মসজিদ গির্জা নিয়ে চাইনা ভারতের দ্বন্দ্ব, 
ইস্কুল, কলেজ, মাদ্রাসা, ছাড়া মোদের  জীবন অন্ধ। 
জাতপাতের নামে বজ্জাতি করছে ভন্ড সব, 
এসবের প্রতিবাদ , প্রতিরোধে, কেন  থাকবো নীরব। 
জ্ঞানী গুণী সেলিব্রিটিদের নেই কোন জাত পাত, 
অগ্য ভন্ড জালিয়াতদের কোথায়  কেন করব উৎপাত। 

কেন ভাববো না বুঝবো না জানবো না বলবো না, 
কলিযুগে মন্দির ,মসজিদ, গির্জা ছেড়ে মসনদে বসার জেগেছে বাসনা। 

কামারের কাজ কোনোদিন  কুমোরে পারবে না,  
ধর্মের নামে দাঙ্গা বাধিয়ে দেশে শান্তি আসবে না। 

সবার তরে সবার জন্য এটাই আমার চিন্তা ভাবনা, 
মোদের দেশে মেলবন্ধন হোক অটুট করি কামনা।
x

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from littlemag.in directly to your inbox.