রোজ নামচার ছাতি ।। ভোলা নাথ দাস

Image Source: Amazon

এই পৃথিবীর 'পান্থ'শালায়
মালিক তো কেউ আছে;
যে নাকি সব পসরা নিয়ে
দোকানে বসেছে

বেচা কেনা সেরে বিকেল বেলায়
একে একে সবাই ঘরে ফিরে যায়;
পাখিদের ডানায় রবি অস্ত যায়
ছেড়ে পুব দিকের মাঠ

ওই দূরে, বহুদূরে দেখা যায় সবুজের সমারোহ
ছায়ার ঘোমটা মুখে দিয়ে থাকা
আমাদের পাড়া
সবাই আসে সেখানে
হয় না দিশেহারা

'হাট'-এ আনাগোনা, হাটে দেখাশোনা
কেনা-বেচা একসাথে;
সরল সাধাসিধে মানুষগুলো
রেখেছে হাত একে অপরের হাতে

সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর থাকে না তো কেউ
ফাঁকা পড়ে থাকে হাট;
কুয়াশায় ঢেকেছে, ধু ধু করছে
'রাঙাবেলিয়া'র মাঠ

ঘনিয়ে আসছে রাত
আকাশে তারাদের ভিড়
জোনাকির আলোয় নক্ষত্রের সমাবেশ
গাছে গাছে পাখিদের শান্তির নীড়

'দীঘি'র জল হয়েছে কালো
রাস্তায় জ্বলছে হালকা নিয়নের বাতি;
শান্ত পথিক এগিয়ে চলেছে পথে
হাতে নিয়ে রোজ নামচার ছাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ