বাংলা শিল্পী পক্ষের আয়োজনে ‘বঙ্গে বৈশাখ’, অফিসিয়াল মিডিয়া পার্টনার 'লিটলম্যাগ আনএডিটেড'


বাংলার সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ, আপামার বাঙালির উৎসব, গণ মানুষের উৎসব। বাঙালি খাবার, বাঙালি পোষাক এবং বাংলা গান ও কবিতায় বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা।

বাংলা গানের পরিসর কমছে। বাংলা সংস্কৃতি হিন্দি সাম্রাজ্যবাদের থাবায় আক্রান্ত। সেই সাম্রাজ্যবাদের সামনে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে বাংলা শিল্পী পক্ষের নিবেদন "বঙ্গে বৈশাখ"
 
পয়লা বৈশাখ বাংলা শিল্পী পক্ষের অনুষ্ঠান "বঙ্গে বৈশাখ" এ চাঁদের হাট বসবে।

গান গাইবে বাংলা শিল্পী পক্ষের শিল্পীরা। উপস্থিত থেকে উৎসাহ দিন। গান-কবিতা-নৃত্য ও আড্ডায় জমে যাবে পয়লা বৈশাখের সন্ধ্যা।
আপামর বাঙালিকে আমরা এক নতুন বৈশাখ উপহার দিতে চাই, যে বৈশাখ বাঙালির জন্য নতুন বার্তা বয়ে আনবে।

যে সমস্ত অতিথি আমন্ত্রিত ও উপস্থিত থাকবেন:-

১. নন্দীতা আচার্য্য ( সাহিত্যিক )
২. মনোরঞ্জন ব‍্যাপারী ( সাহিত্যিক )
৩. পার্থ সারথী বসু ( কবি )
৪. চুমকি মল্লিক ( বাণিজ্য )
৫. সিদ্ধার্থ রায় / সিধু ( সঙ্গীত শিল্পী)
৬. রাজ‍্যশ্রী বন্দোপাধ্যায় ( সঙ্গীত শিল্পী )
৭. সোহম মুখোপাধ্যায় ( সঙ্গীত শিল্পী )
৮. পূরবী মুখোপাধ্যায় ( সঙ্গীত শিল্পী )
৯. জয়ন্ত চক্রবর্তী ( সাংবাদিক )
১০. রঞ্জন ঘোষাল ( সঙ্গীত শিল্পী )
১১. অভিজিৎ বর্মন / পটা ( সঙ্গীত শিল্পী )
১২.মহম্মদ ইয়াসিন পাঠান ( সমাজ কর্মী )

স্থান- আশুতোষ হল, হাজরা
সময় - বিকাল ৫ টা
তারিখ- পয়লা বৈশাখ (১৫ ই এপ্রিল, সোমবার)

প্রবেশ অবাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from littlemag.in directly to your inbox.