জাল ছবির মাধ্যমে রোহিঙ্গা গণহত্যা নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে

রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বেশ কয়েকটি জনপ্রিয় ছবি বিশ্লেষণ করে দেখেছি যে, সেইসব ছবি অন্য দেশের বিভিন্ন বিষয়ের উপরে তোলা। যেগুলোকে রোহিঙ্গা গণহত্যা বা বার্মার অত্যাচার বলে বিজ্ঞাপিত করা হচ্ছে।

কিছু নমুনা নীচে দেওয়া হলঃ

১) জ্বলন্ত রোহিঙ্গা নিয়ে ভাইরাল হওয়া এই ছবি আসলে চীনা রাষ্ট্রপতির ভারত সফরের সময় এক তিব্বতির আত্মাহুতিরর ছবি




২) নীচের ছবিতে যা মায়ানমার সরকারের অত্যাচার হিসেবে দেখানো হচ্ছে তা প্রকৃতপক্ষে থাইল্যান্ডের ঘটনা



৩) এই বহুল প্রচারিত ছবিটিও থাইল্যান্ডের ঘটনা।



৪) তিব্বতের ভূমিকম্পের ঘটনাকে রোহিঙ্গা গণহত্যা বলে চালানো হচ্ছে




এরকম অসংখ্য ছবি ভুয়ো ব্যবহার করে রোহিঙ্গা গণহত্যা বলে প্রচার করছে। যা তাদের প্রতি বিশ্বসমাজের সহানুভূতিকে দুর্বল করছে।

কৌতুহলীরা নীচের লিঙ্কগুলোতে আরো বিশদে পেতে পারেন





একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from littlemag.in directly to your inbox.